+ইউনিয়ন পরিষদের দৈনিক ও মাসিক কার্যক্রমঃ-
জনগনের ইউনিয়ন পরিষদ সবসময় যে কাজগুলো করা থাকে সে গুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।
দৈনিক কার্যক্রমঃ-
1) জন্ম-মৃত্যুর নিবন্ধন ও অন্যান্য নিবন্ধন। ২) সনদ পত্র প্রদান । ৩) বিভিন্ন প্রকার প্রত্যয়ন পত্র প্রদান। ৪) টেক্স আদায়। ৫) ট্রেড লাইসেন্স প্রদান। ৬) বিচার শালিস ইত্যাদি।
মাসিক কার্যক্রমঃ-
1) ইউ,পি এর মাসিক সমন্বয় সভা। ২) বিশেষ ও জরুরী সভা। ৩) উর্ধ্বতন পর্যায়ে মাসিক ও অন্যান্য সভায় যোগদান। ৪) আইনসৃংঙ্খলা সভা। ৫) ভি, জি,ডি, খাদ্য শষ্য বিতরণ।
মাসিক সভার কার্যক্রম
মির্জাপুর ইউনিয়ন পরিষদে প্রতি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় বিভিন্ন খাত ও কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। এই সকল কাজ ও খাত বিষয়ের উপর ভিত্তি করে মাসিক সভার রেজুলেশন তৈরি করা হয়। এবং মাসিক সভার রেজুলেশন উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ ক্রমে ইউপি চেয়ারম্যান সভায় আলোচিত বিষয় গুলো বাস্তবায়িত করার উদ্দ্যেগ গ্রহন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS