গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তার কার্য্যালয়,
গাজীপুর সদর, গাজীপুর।
হাসপাতাল স্বাস্থ্য সেবাঃ-
১/বাহ: বিভাগঃ- রোগি হাসপাতালে প্রবেশ করে প্রথমে বহি: বিভাগ টিকেট গ্রহন করে । তারপর টিকেটে দেয় নম্বর অনুযায়ী চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন । তার চিকিৎসকগন রোগীর বক্তব্য অনুযায়ী পরীক্ষার জন্য ল্যাব,।এক্স রে ইসিজি ইত্যাদি কক্ষে পাঠান বা সরাসরি ব্যবস্থা পত্র দিয়ে থাকেন । পরীক্ষার জন্য প্রেরিত রোগিগন পরীক্ষার ফলাফল গ্রহন করে আবার চিকিৎসকের নিকট উপস্থিত হয়ে ব্যবস্থা পত্র গ্রহন করেন । যেসকল ঔষধ হাসপতাল হইতে পাওয়া যায় তারজন্য চিকিৎসক আলাদা টিকেট দিয়ে থাকেন রোগি গন ঔষধ সরবরাহ কক্ষ হইতে সেসকল ঔষধ গ্রহন করে
হাসপাতাল ত্যাগ করেন।
২/ জরুরী বিভাগ:-
রোগী গন প্রথম সরাসরি টিকেট গ্রহন করত: জরুরী বিভাগে চিকিৎসকের নিকট হাজির হয়ে চিকিৎসা গ্রহন করে থাকেন। রোগীর রোগের অবস্থা বিচেনায় চিকিৎসকগন প্রয়োজনে সরাসরি ভর্তি, রেফার করে থাকেন । বাকী রোগীদেরকে প্রাথমিক ব্যবস্থা সহ পরামর্শদানের মাধ্যমে বিদায় করা হয় ।
৩/ জরুরী বিভাগ হইতে যে সকল রোগীদেরকে ভর্তির নির্দেশ দেওয়া হয় তাহাদেরকে চিকিৎসকগন ব্যবস্থা পত্র দিয়ে আন্ত: বিভাগেপাঠিয়ে দেন । সেখানে সেবিকাগন রোগীদের গ্রহন করে নির্ধারিত সীটে শুয়ে দেন । এবং ব্যবস্থাপত্র অনুযায়ী ঐষধ সরবরাহ দিয়ে থাকেন । প্রতিদিন দুই/তিন বার রোগিদেরকে চিকিসকগন দেখে থাকেন । চিকিৎসার স্বার্থে প্রয়োজনীয় পরীক্ষাকরে রোগ নির্নয় করে চিকিৎসা দেওয়া হয় ।&প্রতি দিন স্বাস্থ্য সেবা প্রদান করা হয় । রোগী সুস্থ হলে ছাড়পত্রের মাধ্যমে উপদেশ দিয়ে বিদায় করা হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS