মার্চ/১৩ মাসের মাসিকসভার কার্য বিবরণী
সভাপতি : ড. মো: ছাইদুর রহমান , প্রশাসক , মির্জাপুর ইউপি:গাজীপুর সদর,গাজীপুর
সভার স্থান মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়
সভার তারিখঃ ২৫ / ০৩ /২০১৩খ্রিঃ
সময়: সকাল - ১০টায়
সভার উপস্থিত সদস্যদের নাম , পদবী ও স্বাÿর পরিশীষ্ট কঃ
অদ্যকার সভার সভাপতি আসন গ্রহণ করার পর সভার কাজ শুরম্ন করা হয় । সভাপতির
স্বাগত বক্তব্যের পর নিমোক্ত আলোচ্যসূচী অনুযায়ী আলোচনা অনুষ্ঠিত হয়।
ক্র: | আলোচ্যসূচী | বিসত্মারিত আলোচনা | গৃহীত সিদ্বামত্ম | বাসত্মবায়ন |
১।
২।
৩।
৪। | তথ্য ওসেবা কেন্দ্রের কার্যবলী বিষয়ে আলোচনা ও সিদ্বামত্ম।
ফেব্রুয়ারী/১৩মাসের আয় ও ব্যয় বিষয়ে আলোচনা ,অনুমোদন ও সিদ্বামত্ম গ্রহণ ।
আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে আলোচনা ও সিদ্বামত্ম গ্রহণ।
উন্নয়নমূলক কাজের বাসত্মবায়ন বিষয়ে আলোচনা ও সিদ্বামত্ম | অদ্যকার সভায় সভাপতি সাহেব মির্জাপুর ইউনিয়ন তথ্য ওসেবা কেন্দ্রে কার্যবলী বিষয়ে আলোচনা করেন । এলাকার জনগন যাহাতে সহজে তাহাদের প্রাপ্য সেবা সহজে পায়, এ ব্যাপারে সকল সদস্য ও পরিচালক কে সুদিষ্টি রাখার জন্য আহবান করেন । তাছাড়া তথ্য সেবা কেন্দ্রের আয়- ব্যয় হিসাব উপজেলা নিবার্হী অফিসার, গাজীপুর সদর, গাজীপুরে প্রেরন করা হইতেছে । ইউনিয়ন পরিষদ ও তথ্য সেবা কেন্দ্রের জন্য ১টি ডিজিটাল ক্যামেরা অতিব প্রয়োজন।
সভার সভাপতি সাহেব সকলকেঅবহিত করেন যে,ফেব্রুয়ারী/১৩ মাসে ট্যাক্র্ আদায় বাবদ ৫০০/-, ট্রেড লাইসেন্স বাবদ ৭৬০০/- এবং জন্ম নিবন্ধন বাবদ /-সর্বমোট ৮১০০/- আয় করা হয় ।উক্ত আয়ের বিপরীতে ফেুব্রুয়ারী/১৩ মাসে কোন অর্থ ব্যয় করা হয় নাই।
অদ্যকার সভায় ইউনিয়ন আইনশৃংখলা বিষয়ে আলোচনা হয়। বর্তমানে অত্র ইউনিয়নে আইন শৃংখলা পরিস্থিতি সমেত্মাষ জনক বলে সভায় মত প্রকাশ করেন । তাছাড়া অত্র ইউনিয়নে মহলস্নাদারগনকে সর্তক থাকার পরার্মশ দেওয়া হয় ।
অদ্যকার সভার সভাপতি সাহেব চলতি অর্থ বছরে টি আর ,কাবিখা , অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূর্চী অগ্রগতির বিষয়ে সকল সদস্যের মতামত জানতে চান । | উপস্থিত সদস্যবৃন্দ এই ব্যপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন । ইউনিয়ন পরিষদ আয় থেকে ১টি ডিজিটাল ক্যামেরা ক্রয় করার সিদ্বামত্ম্রগৃহীত হয়।
উপরোক্ত আলোচনার পর উপস্থিত সদস্যবৃন্দ আলাপ আলোচনার মাধ্যমে সর্বসম্মতি ক্রমে উলেস্নখিত আয়-ব্যয় অনুমোদন করেন।
অত্র মির্জাপুর ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতি ভাল বলে সকল সদস্য বৃন্দ একমত পোষন করেন ।
উপরোক্ত আলোচনার পর উপস্থিত সদস্য বৃন্দ সভাপতি সাহেব অবহিত করেন যে,কয়েকটি টি আর ১টি কাবিখা, ওঅতি দরিদ্রদের জন্য কর্মসংসত্মানকর্মসূচীর প্রকল্পের কাজ ১ম পযার্য়ে সঠিক ভাবে বাসত্মবায়ন হইতেছে। |
ইউ আই এস সি মির্জাপুর ইউনিয়ন পরিষদ
ইউনিয়ন পরিষদের সকল সদস্য।
ইউনিয়ন পরিষদ
প্রকল্প বাসত্ম বায়ন কমিটি । |
অত:পর আর কোন আলোচ্যসূচী না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদজানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS