বরাবর,
চেয়ারম্যান
মির্জাপুর ইউনিয়ন পরিষদ ।
গাজীপুর সদর, গাজীপুর
গ্রাম আদালত
বিষয়ঃ পৈত্তিক সম্পত্তি আইল সীমানা নিধারন প্রসঙ্গে।
বাদীঃ ১।মোসা: তারা ভানু স্বামী: মো: দুলাল হোসেন সাং মির্জাপুর পূর্ব পাড়া ইউ: মির্জাপুর উপ: গাজীপুর সদর, গাজীপুর। | বিবাদীঃ ১। মো: জৈইনুদ্দিন ২। মো:আইনুদ্দিন ৩। মো: আলতাব উদ্দিন উভয় পিতামৃত:ছামান উদ্দিন । উপ: গাজীপুর সদর, গাজীপুর । |
যথাবিহিত সম্মান পুর্বক বিনীত নিবেদন এই যে,আমিমোসা: তারা বানু পিতা:রিয়াজ উদ্দিন সাং মির্জাপুর পূর্ব পাড়া ইউ: মির্জাপুর আমি একজন সহজ সরল ও আইন মান্যকারী লোকও বটে।অত্র মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর মৌজার খতিয়ান নং ৪০৯ (,চার শত নয়) ৪১৪, এস এ দাগ নং ১৬,১৬ সাবেক ৮৯৬, ১৬১৩ সাবেক ৯২৪ মোট জমির পরিমান (১৩৯ ) একশত উনচলিস্নশ শতাংশ ।বিবাদী পÿপৈত্তিক ওয়ারিশ যার যার নামে না বন্টন করে নিজেই ভোগ দখল করিতেছে । বাদী পÿÿর কাছে কোন জমিনের দলিল নেই । বিবাদী জোর পূর্বক আমাদের সম্পত্তি দখল করতেছে । বিবাদী পÿÿর কাছে থেকে যার যার পাওনা বুঝিয়ে দেওয়া জন্য অনুরোধ করিতেছি ।
এমতাব্যবস্থায় বিবাদীপÿআমার জমি জবর দখল করার পাইচারী করিয়া আসিতেছে।
অতএব, স্থানীয় সার্ভেয়ার দ্বারা জমির আইল সীমানা সঠিক ভাবে নিধারন করিয়া উভয় পÿÿর জোত ভহমির
শামিত্মপূর্ন ভাবে ভোগ দখলের নিশ্চিত করিতে হুজুরের মর্জি হয়।
তফসিল
মৌজা | খতিয়ান | দাগ নং | শতাংশ |
মির্জাপুর | ৪০৯,৪১৪ | ১৬১৬,৮৯৬,১৬১৩,৯২৪ | ১৩৯ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS