বিদ্যালয়টি ১৯০৫ ইং সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ ইং সালে জাতীয়করন করা হয়। ইহা গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তুরাগ নদীর পূর্বপাশে মির্জাপুর গ্রামে অবস্থিত। |
বিদ্যালয়টির জমিনদাতা স্বর্গীয় সুর্যাই মালো। ১৯৯২ সালে বিদ্যালয়ের নামে ৫২.৫০ শতাংশ জমিন দান করেন এবং রেজিষ্ট্রি করে দেন। বিদ্যালয়টি পূর্বে জরাজীর্ণ অবস্থায় ছিল। ২০১১ সালে ৩১ জুলাই টিম-এফ, ব্যাচ-৩০, ম্যাট-২ এর উদ্যোগে ডাঃ মোঃ আফছারুল আমীন এম.পি (মাননীয় মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার) কর্তৃর্ৃক শিশু বান্ধব মডেল স্কুল হিসেবে ঘোষনা দেন। বর্তমানে বিদ্যালটিতে পাঠের মান ও ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিদ্যালয়টিতে ১টি দোতলা বিল্ডিং, ১টি একতলা বিল্ডিং আছে। ইহার কক্ষগুলি সু-সজ্জিত রয়েছে। ২টি কাবদল, ১টি লাইব্রেরী, ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১৫টি শাখা, ৭৭৫ জন শিক্ষার্থী, ১২ জন শিক্ষক, ১জন দপ্তরী, ১জন প্যারা শিক্ষক ও ১জন আয়া আছে।
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ | ক্র. নং | নাম | কমিটির পদবী |
০১ | মোঃ আশরাফুল আলম বাবুল | সভাপতি ও অভিভাবক সদস্য | |
০২ | মোঃ মমতাজ উদ্দিন | সহ-সভাপতি ও উ.বি.শি প্রতিনিধি | |
০৩ | মোঃ তমছেরুজ্জামান মিনা | অভিভাবক সদস্য | |
০৪ | মোঃ সামছুল হক চঞ্চল | ইউ.পি. সদস্য | |
০৫ | মোঃ সেলিম হোসেন | বিদ্যুৎসাহী সদস্য | |
০৬ | সাজেদা আহম্মেদ | বিদ্যুৎসাহী সদস্য | |
০৭ | মোঃ মনির হোসেন | প্রাঃ বিঃ শিঃ প্রতিনিধি | |
০৮ | ইতি রানী মন্ডল | অভিভাবক সদস্য | |
০৯ | নুর জাহান বেগম | অভিভাবক সদস্য | |
১০ | দশরথ চন্দ্র বর্মন | সদস্য সচিব |
বিগত ৫ বছরের সমাপনী পরীক্ষার ফলাফলঃ | সন | অংশগ্রহণকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
২০০৮ | ৯০ | ৮৪ | ৮৭% | |
২০০৯ | ৯২ | ৮৬ | ৯২% | |
২০১০ | ৮৬ | ৭৪ | ৮৮% | |
২০১১ | ১০২ | ১০২ | ১০০% | |
২০১২ | ৯৫ | ৯৫ | ১০০% |
শিক্ষা বৃত্তির তথ্য | সন | ট্যালেন্টপুল | সাধারণ |
২০০৮ | - | - | |
২০০৯ | ২ | ১ | |
২০১০ | - | - | |
২০১১ | ১ | ১ | |
২০১২ | ২ | ২ |
এ বিদ্যালয়ের সভাপতি মোঃ আশরাফুল আলম বাবুল ২০১১ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন এবং পাঠের মান দ্রুত উন্নতির দিকে অগ্রসর করেন।
ভাবষ্যতে বিদ্যালয়ের ফলাফল আরো ভাল হবে এবং বৃত্তি প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি পাবে।
মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিশু বান্ধব মডেল স্কুল)গ্রামঃ মির্জাপুর, ডাকঘরঃ মির্জাপুর বাজার, উপজেলাঃ গাজীপুর সদর, জেলাঃ গাজীপুর। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস